পাকিস্তানে নিষিদ্ধ ধোনির বায়োপিক

পাকিস্তানে নিষিদ্ধ ধোনির বায়োপিক

শেয়ার করুন

parwah-nahin-song-lyrics-m-s-dhoni-the-untold-storyএটিএন টাইমস ডেস্ক: 

পাক-ভারতের তীব্র উত্তেজনার মাঝে এবার পাকিস্তানে নিষিদ্ধ করা হল মুক্তি প্রতীক্ষিত ধোনির বায়োপিক ‘এম এস ধোনি- দ্যা আন্টোল্ড স্টোরি’

শুক্রবার ধোনির বায়োপিক ভারতের সাথে পাকিস্তানেও মুক্তি দেওয়ার কথা ছিল।

সম্প্রতি উরি সেনা ঘাঁটিতে হামলার কারণে দুই দেশের মাঝে এখনো তীব্র উত্তেজনা চলছে। এ রেশ ধরে পাকিস্তানি সিনেমা ডিস্ট্রিবিউটররা সিনেমাটির মুক্তি বন্ধ করে দেয়।

উরি হামলার পরেই ভারতের এমএনএস নামে একটি সংগঠন বলিউডের পাকিস্তানি শিল্পীদের ৪৮ ঘন্টার আল্টিমাটাম দিয়েছিল ভারত ত্যাগের জন্য। তারই প্রেক্ষাপটে কারাণ যোহরের নতুন সিনেমা আয় দিল হ্যায় মুশকিলে অভিনীত পাকিস্তানি শিল্পী ফাওয়াদ খান দেশে ফিরে যায়।

মনে করা হচ্ছে পাকিস্তানি সিনেমা ডিস্ট্রিবিউটররা এমএনএসের হুমকি এবং ফাওয়াদ খানের দেশে ফিরে আসার প্রতিশোধ নিয়েছে।

তবে পাকিস্তানে সিনেমাটি নিষিদ্ধ হওয়ায় বক্স অফিসে বর ক্ষতির আশংকা করেছেন ভারতীয় সিনেমার বাজার বিশেষজ্ঞরা। বড় ক্ষতির আশংকার কারণ হলো ভারতীয় সিনেমার তৃতীয় বৃহত্তম বাজার পাকিস্তান।

এখন দেখার বিষয় ধোনির বায়োপিক সাফল্যের মুখ দেখতে পায় কিনা।