ইভ্যালির সিইও রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ইভ্যালির সিইও রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

শেয়ার করুন
 সাম্প্রতিক ছবি
সাম্প্রতিক ছবি

নিজস্ব প্রতিবেদক।।

ধানমন্ডি থানার প্রতারণার আরেক মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।

এর আগে ধানমন্ডি থানায় ১৯ সেপ্টেম্বর করা মামলায় এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে ধানমন্ডির অপর মামলায় আরও পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে রাসেলকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেন। তবে রাসেলকে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন বিচারক।

প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে রাসেল ও তাঁর স্ত্রী শামীমার বিরুদ্ধে ১৫ সেপ্টেম্বর গুলশান থানায় প্রথম মামলাটি করেন আরিফ বাকের নামের এক গ্রাহক। পরের দিন তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব। পরে গুলশান থানার মামলায় রাসেল ও শামীমাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।