ভারতে করোনায় প্রাণ গেল ৩১ ডাক্তারের

ভারতে করোনায় প্রাণ গেল ৩১ ডাক্তারের

শেয়ার করুন

 

Inidian doctor

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে অন্তত ৩১ চিকিৎসক ও তিন নার্সের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সময় সংক্রমণের শিকার হয়ে মারা যান। আবার অনেকে নিজেদের অজান্তে রোগীর সংস্পর্শে এসে সংক্রামিত হয়ে মারা গেছেন।
ভারতের স্বেচ্ছাসেবী সংস্থা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএসএ) করোনায় মৃত চিকিৎসকদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। সংস্থাটির একজন সদস্য জানান, সবচেয়ে বেশি ৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে। মুম্বাইয়ে ৫ জন চিকিৎসক মারা গিয়েছেন। অহমেদাবাদে মৃত্যু হয়েছে ৪ জনের। তবে ভারতের তেলেঙ্গানা থেকে এখন পর্যন্ত কোন চিকিৎসক বা নার্সের মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তবে মৃত চিকিৎসক ও নার্সদের পরিচয় জানাতে অস্বীকার করে আইএমএ। মৃত চিকিৎসক ও নার্সদের পরিবারের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল। নাম প্রকাশিত হলে তাদের পরিবার হেনস্থার শিকার হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। তাই এই তালিকা গোপনই রাখা হয়েছে।