বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৬৩ হাজারের বেশি

বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৬৩ হাজারের বেশি

শেয়ার করুন

Corona death-6

 

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৬৩ হাজার ৩৫৩ জনে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে এ তথ্য আপডেট করেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৪৩ হাজার ৪১১ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৫৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৫ জন সুস্থ হয়ে উঠেছে।
এদিকে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৬২৫ জনে।
একই সময়ে ১২ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৪৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।
আজ শনিবার (১৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।