বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৭২ লাখ, মৃত্যু ৪ লাখ ১১ হাজার...

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৭২ লাখ, মৃত্যু ৪ লাখ ১১ হাজার ছাড়াল

শেয়ার করুন

 

Corona death-3

হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। কোনো ভ্যাসকিন আবিষ্কারের সুখবর এখনো পায়নি বিশ্ব। এর মধ্যেই করোনায় প্রাণ গেছে ৪ লাখ ১১ হাজার মানুষের। আর আক্রান্ত হয়ে লড়ছেন প্রায় সাড়ে ৭২ লাখ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।

বুধবার সকাল পৌনে ৯টা পর্যন্তের হিসাব দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। তাতে দেখা যায়, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ লাখ ৩৭ হাজার ৯৩ জনে। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ১১ হাজার ১৪৪ জনের।

১৮৮টি আক্রান্ত দেশের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য।

আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল মৃত্যুতে রয়েছে তৃতীয় স্থানে।

আর পাশ্ববর্তী দেশ ভারত প্রতিনিয়তই গড়ছে রেকর্ড। এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ১৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৫০ জনের।

আর দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৭৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন।