করোনা থেকে সুস্থ এক কোটি ৩১ লক্ষাধিক মানুষ

করোনা থেকে সুস্থ এক কোটি ৩১ লক্ষাধিক মানুষ

শেয়ার করুন

 

Corona free

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি দুই লাখ ৪৮ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৯৭ হাজার ৬৫৫ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৫৪১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৩৮ হাজার ৭১৫ জনে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৩১ লাখ ১২ হাজার জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে দেশে দুই লাখ ৬০ হাজার ৫০৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিন হাজার ৪৩৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ দুই হাজার ৭২১ জন বা ৭৯ দশমিক ১৪ শতাংশ এবং নারী ৭১৭ জন বা ২০ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশশিক ৩২ শতাংশ। এছাড়া দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৭ দশমিক ৭৫ শতাংশ।