কাতালোনিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেবেনা ইউরোপ ও আমেরিকা

কাতালোনিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেবেনা ইউরোপ ও আমেরিকা

শেয়ার করুন

5f00030910504b809b11fe9912af34ff_18বিশ্বসংবাদ ডেস্ক :

স্পেন থেকে স্বাধীনতার ঘোষণায় কাতালোনিয়ার পাশে নেই ইউরোপ ও আমেরিকা। কাতালান পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে স্পেনের সার্বভৌমত্বের প্রতি একাত্মতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি ও ফ্রান্স।

ব্রিটেন জানায়, স্পেনের অখণ্ডতা ও সংবিধান সমুন্নত রাখার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার। প্রধানমন্ত্রী থেরেসা মে’র মুখপাত্র জানান, যে গণভোটের ওপর ভিত্তি করে কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা করেছে তা অবৈধ।99f8efa960fa4d158408054358908d96_18মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ন্যাটো মিত্র স্পেনের সঙ্গে তাদের বন্ধুত্ব ও অংশীদারিত্ব রয়েছে। তুরস্কের ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ওমর সেলিক বলেন, কাতালান পার্লামেন্টের স্বাধীনতা ঘোষণা একটি ভুল পদক্ষেপ। স্পেনের অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জার্মান সরকারও একই ভাবে কাতালোনিয়ার বিচ্ছিন্নতা ইস্যুতে স্পেনের পাশে থাকার অঙ্গিকার করে।