রোহিঙ্গা নির্যাতনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির উদ্বেগ

রোহিঙ্গা নির্যাতনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির উদ্বেগ

শেয়ার করুন

REUTERS2002704_Articoloবিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গাদের হত্যা, তাদের ওপর নির্যাতন, ধর্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি।

কমিটির তিন সদস্য হলেন, ইন্দোনেশিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল মারজুকি দারুসমান, জাতিসংঘ মহাসচিবের সাবেক শিশু ও সশস্ত্র সংঘর্ষ বিষয়ক প্রতিনিধি রাধিকা কুমারাস্বামী এবং আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ ক্রিস্টোফার সিদোইত।

তারা জানান, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা রোহিঙ্গাদের ওপর নির্যাতনের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যার মাধ্যমে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা সম্ভব এবং নির্যাতিতরা সুবিচার পেতে পারে। এসব বিষয়ে আলোচনা করতে মিয়ানমার যাওয়ার অনুমতি চেয়েছে কমিটির সদস্যরা কিন্তু এখনো মিয়ানমার কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি।

ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি তাদের তথ্য যাচাই-বাছাই করে আগামী বছরের মার্চে অন্তবর্তীকালীন প্রতিবেদন দেবে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তা উপস্থাপন করা হবে।