ব্যতিক্রমি প্রচারণায় রাহুল গান্ধীর ‘খাটসভা’

ব্যতিক্রমি প্রচারণায় রাহুল গান্ধীর ‘খাটসভা’

শেয়ার করুন

রাহুল গান্ধী

বিশ্ব সংবাদ ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে দলের অবস্থান ফিরে পেতে, প্রচার অভিযান শুরু করেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। এই প্রচার অভিযানে ব্যতিক্রমি ‘খাটসভা’র আয়োজন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

ভারতে নির্বাচনী প্রচারণায় জনসভা, পথসভা ও রোডশো’র সঙ্গে অভ্যস্ত সাধারণ মানুষ।  রাহুল গান্ধী এবার জনগনকে পরিচয় করিয়ে দিলেন খাটসভার মতো ব্যক্তিক্রমি আয়োজনের সঙ্গে। মঙ্গলবার প্রদেশের দেওরিয়া জেলায় প্রথমবার আয়োজিত ‘খাটসভা’য় ভাষণ দেন রাহুল।

খাট সভা রাহুল

এই সভার বিশেষত্ব হলো, বক্তব্য শুরুর আগে জনসভার মাঠে পেতে দেওয়া হয় শত শত খাট বা খাটিয়া। আর সেখানে বসেই রাহুলের ভাষণ শোনেন সমাবেশে আসা লোকজন। ভাষণে  নরেন্দ্র মোদির উদ্দেশ্যে রাহুল বললেন, মোদিজি শুধু শিল্পপতিদের নিয়ে মেতে আছেন।

এদিকে, জনসভার পর খাট নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। মাথায় করে সেগুলো বাড়িতে নিয়ে যায় লোকজন। রাজ্যের পূর্বপ্রান্তের দেউড়িয়া জেলা থেকে মঙ্গলবার যাত্রা শুরু করেন রাহুল। এক মাস পর দিল্লি পৌঁছবেন তিনি। এই প্রচার অভিযানের নাম দিয়েছেন ‘কিষান যাত্রা’। লক্ষ্য, আগামী বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে কংগ্রেসের অবস্থান দৃঢ় করা।