রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ভোট দিলো মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ভোট দিলো মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ

শেয়ার করুন

_97047859_040476518বিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার ওপর আরো নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য ভোট দিয়েছে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে রাশিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যাদের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

আর এতে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি হুমকির মুখে পড়তে যাচ্ছে। তবে, এই বিলটিতে ট্রাম্প ভেটো দেবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো তিনি নেননি বলে জানিয়েছে হোয়াইট হাউজ। নিষেধাজ্ঞা বিলের পক্ষে ভোট দিয়েছেন ৪১৯ জন সদস্য।

রাশিয়ার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার উপরেও নিষেধাজ্ঞা দিতে ভোট দিয়েছেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। বিলটি সিনেটে পাশ হলে ট্রাম্পকে সেটি ঝামেলায় ফেলবে। কারণ বিলটিতে ভেটো দিতে পারেন তিনি। আর ভেটো দিলে রাশিয়ার সমর্থক হিসেবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মার্কিনিদের সামনে খোলাসা হবে।