কাতারে আরও তুর্কি সেনার উপস্থিতি

কাতারে আরও তুর্কি সেনার উপস্থিতি

শেয়ার করুন

Turkish army soldiers run to their fighting positions during exercises, at a military outpost near the town of Kilis, southeastern Turkey, Thursday, March 2, 2017. Turkey’s military is holding exercises along its border with Syria a week after Turkish troops and Syrian opposition forces captured the Islamic State-held town of al Bab in northern Syria. (AP Photo/Lefteris Pitarakis)

বিশ্বসংবাদ ডেস্ক :

কাতারে অবস্থিত সামরিক ঘাঁটিতে সেনাসংখ্যা বাড়িয়েছে তুর্কি কর্তৃপক্ষ। মঙ্গলবার কাতারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

চলমান উপসাগরীয় সংকটে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও কাতারকে সমর্থন জানিয়ে আসছে তুরস্ক। উভয় দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই এই প্রতিরক্ষা সহযোগিতা।

ঠিক কতজন তুর্কি সেনা কাতারের সামরিক ঘাঁটিতে অবস্থান করছে, তার কোন সঠিক সংখ্যা উল্লেখ করেনি কর্তৃপক্ষ। তবে, গত মাসে কাতারে সেনা মোতায়েনের প্রস্তাব তুর্কি সংসদে অনুমোদনের পর দেশটিতে প্রথম তুর্কি সেনা মোতায়েনের কথা জানানো হয়।