দেশের বাইরে চীনের প্রথম সামরিক ঘাঁটি

দেশের বাইরে চীনের প্রথম সামরিক ঘাঁটি

শেয়ার করুন

_96897902_674853বিশ্বসংবাদ ডেস্ক :

সেনা সদস্যদের নিয়ে আফ্রিকার জিবওটির উদ্দেশে ছেড়ে গেছে চীনা যুদ্ধজাহাজ। এই প্রথমবারের মতো দেশের বাইরে সামরিক ঘাঁটি স্থাপন করতে চলেছে বেইজিং।

এই সামরিক ঘাঁটি থেকে আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় শান্তি রক্ষা ও মানবিক ত্রাণ তৎপরতায় অংশ নেয়া হবে বলে জানিয়েছে চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া। এ ছাড়াও এখান থেকে সামরিক সহযোগীতা, নৌমহড়া এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করা হবে বলে জানায় বার্তা সংস্থাটি।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা অঞ্চলে বিনিয়োগ ও প্রভাব বৃদ্ধি করছে চীন। তবে ঠিক কতজন সেনাসদস্য নিয়ে কটি জাহাজ জিবওটির উদ্দেশে রওনা হয়েছে, বা ঠিক কবে থেকে এই ঘাঁটি থেকে সামরিক কার্যক্রম পরিচালনা শুরু হবে সে ব্যাপারে স্পস্ট করে কিছু জানায়নি বার্তা সংস্থাটি।