আরব দেশেগুলোর দাবি মানবে না কাতার

আরব দেশেগুলোর দাবি মানবে না কাতার

শেয়ার করুন

8df0ecc257a64673a9921004d5169704_18বিশ্বসংবাদ ডেস্ক :

কয়েকটি আরব রাষ্ট্রের দেয়া দাবির তালিকা বাতিল করে দিয়েছে কাতার কর্তৃপক্ষ। তবে যৌক্তিক শর্তের ভিত্তিতে তারা আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

আরব বিশ্বের চারটি দেশ কাতারের কাছে তাদের ১৩টি দাবির একটি তালিকা পাঠিয়েছিলো। এই দাবিগুলো না মানলে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে জানায় তারা। দাবিগুলোর মধ্যে ছিলো কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন আল জাজিরার সম্প্রচার বন্ধ করা, ইরানের সঙ্গে তাদের যোগাযোগ সীমিত করা এবং তুরস্কে তাদের সেনা ঘাঁটি বন্ধ করা।

এসব দাবি পূরণের জন্য দেয়া সময়সীমা শেষ হওয়ার আর মাত্র দুই দিন বাকি আছে। তবে এর আগেই কাতারের পররাষ্ট্র মন্ত্রী বলেন তার দেশ কোন বিদেশি নির্দেশনা মানবে না এবং আল জাজিরা চ্যানেল সংক্রান্ত কোন আলোচনা করবে না কারণ এটা দেশটির অভ্যন্তরীণ একটি বিষয়।