আনন্দ আর প্রতিবাদে কানাডার ১৫০তম বার্ষিকী উদযাপন

আনন্দ আর প্রতিবাদে কানাডার ১৫০তম বার্ষিকী উদযাপন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

কানাডা তার স্বাধীনতার ১৫০তম বার্ষিকী উদযাপন করেছে। দিনটি উপলক্ষে শনিবার আনন্দে মেতে ওঠে কানাডার ১০টি প্রদেশের অধিবাসীরা।

বেশকিছু রক্তাক্ত যুদ্ধের স্মৃতি নিয়ে ১৮৬৭ সালে ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মুক্তি পায় কানাডা। এই জন্মবার্ষিকীতে উৎসবে মাতে তিন কোটি ঊনষাট লাখ কানাডিয়ান। দেশের শহর-গ্রাম-প্রশাসনিক অঞ্চল সবখানে উদযাপনের রং। ছিলো আকর্ষণীয় আতশবাজি, মনোমুগ্ধকর শোভাযাত্রা, চোখ ঝলসানো প্যারেড, আনন্দের নাচ-গান, বার্থ ডে’র কেক কাটা, বারবিউকিউ পার্টির ব্যাপক আয়োজন। তবে উদযাপনের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন আদিবাসীরা।