যুক্তরাষ্ট্রের মসজিদে হামলার ঘটনায় এফবিআই’র তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের মসজিদে হামলার ঘটনায় এফবিআই’র তদন্ত শুরু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের মসজিদে বোমা হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই। শনিবার থেকে মার্কিন এ তদন্ত সংস্থা কাজ শুরু করেছে বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এফবিআই-এর মিনিয়াপোলিস বিভাগ টুইটারে জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে একটি বিধ্বংসী ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে দার আল ফারুক মসজিদে এক বোমা হামলা হয়।

স্থানীয় সময়, ভোর ৫টা ৫ মিনিটে মুসল্লিরা যখন নামাজ আদায়ের জন্য জড়ো হচ্ছিলেন তখনই ইমামের অফিসের জানালা দিয়ে বোমাটি ফেলা হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।

মিনিয়াপোলিস এলাকার মসজিদে হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স। যুক্তরাষ্ট্রে গত এক বছরে ‘মুসলিম-বিরোধী’ হামলার ঘটনা বেড়েছে বলে সংগঠনটির দাবি।