টাঙ্গাইলে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

টাঙ্গাইলে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

শেয়ার করুন

Captureমো. নাসির উদ্দিন, টাঙ্গাইল প্রতিনিধি:

“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই- দেশী ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যে টাঙ্গাইলে ফলদ বৃক্ষ মেলা ও দেশীয় জাতের ফলের প্রদর্শনী শুরু হয়েছে। রবিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আদনানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

মেলায় আগত শিক্ষার্থী ও কৃষকদের মাঝে বিনামুল্যে বিভিন্ন প্রকার ফলের গাছের চারা বিতরন করেন অতিথিবৃন্দ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলায় ৩০টি স্টলে দেশীয় জাতের ফলদ গাছের চারা বিক্রী করা হচ্ছে। একই সাথে প্রদর্শনী করা হয়েছে দেশীয় ফলের।