২৮ মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়াতে যাচ্ছে ভারত

২৮ মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়াতে যাচ্ছে ভারত

শেয়ার করুন

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2019-06-16 05:42:06Z |  |

বিশ্বসংবাদ ডেস্ক :

২৮ টি মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়াতে যাচ্ছে ভারত। ভারতের ওপর থেকে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুবিধা তুলে নেওয়ায় এই পাল্টা ব্যবস্থা নিলো দিল্লি।

আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ভারত সরকার। গত বছরেই মার্কিন পণ্যে ১২০ শতাংশ শুল্ক বসানোর কথা বলেছিলো ভারত। তবে বাণিজ্য বিষয়ে বারবার আলোচনা চলতে থাকায় সেই সিদ্ধান্তপিছিয়ে যাচ্টিছলো ভারত। ২০১৮ সালেই দুই দেশের মধ্যে ১৪ হাজার ২১০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।

সর্বশেষ শনিবার ভারত তাদের আগের সিদ্ধান্তে ফিরে যায়।  গত ৫ জুন ভারতের বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র। এই সুবিধার আওতায় ৫৬০ কোটিডলার পর্যন্ত শুল্কমুক্ত রফতানি সুবিধা পেত ভারত। মার্কিন পণ্যে এই উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্তে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। চলতি মাসেই ভারত সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।  সেসময় দুপক্ষের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।