মমতার আহ্বানে সাড়া না দিলেও ধর্মঘট অবসানের পথ খুঁজছেন চিকিৎসকরা

মমতার আহ্বানে সাড়া না দিলেও ধর্মঘট অবসানের পথ খুঁজছেন চিকিৎসকরা

শেয়ার করুন

doctors-123-770x433.pngবিশ্বসংবাদ ডেস্ক :

পশ্চমিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া না দিলেও নিজেরাই ধর্মঘট অবসানের সমাধানের উপায় খুঁজছেন চিকিৎসকরা।

রোববার সকাল ১০ টার দিকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসলেও এখন পর্যন্ত নতুন কোন তথ্য পাওয়া যায়নি। তবে জেনারেল বডির এই বৈঠকে আন্দোলনের পরবর্তি পদক্ষেপ কি হবে সেটাই ঠিক করা হতে পারে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এর আগে শনিবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহ্বান ফিরিয়ে দেয়ার পর কিছুটা হলেও চাপে রয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। তাদের মধ্য থেকেই সমাধানের পথ বের করা দাবি উঠছে।

আন্দোলনকারী চিকিৎসকরা রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর কাছে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার কলকাতার সরকারি নীল রতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগী মারা গেলে তার স্বজনদের হাতে দুই জুনিয়র চিকিৎসক লাঞ্ছিত হয়। এই ঘটনার জেরে পরদিন থেকে রাজ্যের সরকারি হাসপাতালে ধর্মঘট শুরু করে চিকিৎসকদের সংগঠন বেঙ্গল ডক্টরস। তাদের সমর্থনে আগামীকাল সোমবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশন।