১১ দিনের এশিয়া সফরে শুরু করেছেন ট্রাম্প

১১ দিনের এশিয়া সফরে শুরু করেছেন ট্রাম্প

শেয়ার করুন

_98610077_042785702বিশ্বসংবাদ ডেস্ক :

১১ দিনের এশিয়া সফরে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইন যাবেন।

গত ২৫ বছরের বছরের মধ্যে কোন মার্কিন প্রেসিডেন্টের এটাই সবচেয়ে বড় এশিয়া সফর। পারমাণবিক কর্মসূচ ও ক্ষেপণা্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই ট্রাম্প এশিয়া সফর করছেন। জাপান ও দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে ট্রাম্প একটি যৌথ ফ্রন্ট গঠন করবেন বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে পিয়ংইয়ং-এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চীনের ওপর চাপ সৃষ্টি করবেন বলেও মনে করা হচ্ছে।

এশিয়া সফর শুরুর আগে মার্কিন পেসিফিক কমান্ডে এক ব্রিফিং-এ অংশ নিতে হাওয়াই দ্বীপপুঞ্জে যান প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হামলার শিকার পার্ল হারভারের ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল সেন্টার পরিদর্শন করবেন তিনি।