কাতালান নেতা পুইজদেমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কাতালান নেতা পুইজদেমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেয়ার করুন

_98602099_042766339-1বিশ্বসংবাদ ডেস্ক :

এবার কাতালোনিয়ার স্বাধীণতাকামী আন্দোলনের নেতা কার্লেস পুইজদেমনসহ আরো ৫ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন স্পেনের আদালত।

তারা সবাই বেলজিয়ামে অবস্থান করছেন। সম্প্রতি ব্রাসেলসে তারা একটি সংবাদ সম্মেলনও করেছেন। বৃহস্পতিবার মাদ্রিদের কোর্টে শুনানিতে অংশ নিতে পারেননি পুইজদেমনসহ অন্য নেতারা। অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে, আটক আরো ৯ নেতাকে শুক্রবার কারাগারে পাঠানো হয়। তবে তাদের মধ্যে একজন পঞ্চাশ হাজার ইউরো মুচলেকায় বেরিয়ে এসেছেন। সবার বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং অর্থনৈতিক ক্ষতির মামলা করেছে স্পেন সরকার। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুইজদেমন বলেছেন : স্বচ্ছ বিচারের নিশ্চয়তা না দেয়া পর্যন্ত তিনি স্পেনে ফিরবেন না।