১১৬ আরোহী নিয়ে মিয়ানমারের সামরিক বিমান নিখোঁজ

১১৬ আরোহী নিয়ে মিয়ানমারের সামরিক বিমান নিখোঁজ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

১১৬ জন আরোহী নিয়ে মিয়ানমারের একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বুধবার দেশটির মায়িক শহর থেকে ইয়াঙ্গুনের মধ্যে বিমানটি নিখোঁজ হয় বলে জানিয়েছে মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয়।

এক বিবৃতিতে তারা জানায়, উড্ডয়নের পর স্থানীয় সময় বুধবার বেলা ১ টা ৩৫ মিনিটে দাওয়াই শহর থেকে ২০ মাইল পশ্চিমে থাকা অবস্থায় হঠাৎ করেই বিমানবন্দরের সঙ্গে বিমানটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি অনুসন্ধানের কাজ চলছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বিমানটিতে ১০৫ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিলেন। এছাড়া সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও ছিলেন।

নিখোজ হওয়ার সময় আন্দামান সাগরের ওপর ছিল বিমানটি। এটি অনুসন্ধানে বিমান এবং জাহাজ আন্দামান সাগরের দিকে পাঠানো হয়েছে। সেনাপ্রধান জেনারেল মিন্ত জানান, সম্ভবত বিমানটিতে যান্ত্রিক সমস্যা হয়েছিল। কারণ নিখোজ হওয়ার সময় আবহাওয়া ছিল অনুকূলে।