পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে দ.আফ্রিকা

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে দ.আফ্রিকা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চার নিশ্চিত করতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে পাকিস্তানের ব্যাটসম্যান ফাকহার জামানের।

শেষ চার নিশ্চিত করার সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। আর পাকিস্তানের চ্যালেঞ্জ টুর্নামেন্টে টিকে থাকার।

হাশিম আমলা-ডুপ্লেসিস-ডিভিলিয়ার্স ও ডুমিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনের স্তম্ভ বলা হয় তাদের। পাশাপাশি এই ক্রিকেটাররাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। শ্রীলংকার বিপক্ষে যেমন আমলার সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। পাশাপশি প্রোটিয়ারা বোলাররাও আছেন ফর্মে। বিশেষ করে পাকিস্তান ব্যাটসম্যানদের চোখ থাকবে লেগস্পিনার ইমরান তাহিরের দিকে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের পরিসংখ্যান একেবারই ভালো নয়। ৭২ বারের লড়াইয়ে পাকিস্তান জিতেছে ২৪ ম্যাচে। আর পরাজয় ৪৭ ম্যাচে। ফলাফল হয়নি ১টিতে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ৫বারের লড়াইয়ের পরিসংখ্যান পাকিস্তানকে কিছুটা স্বস্তি দিতে পারে। ৩ জয়ের বিপরীতে পাকদের পরাজয় ২টি।