হোয়াইট হেলমেটসের ৮০০ সদস্যকে সিরিয়া থেকে জর্ডান সরিয়ে নিল ইসরায়েল

হোয়াইট হেলমেটসের ৮০০ সদস্যকে সিরিয়া থেকে জর্ডান সরিয়ে নিল ইসরায়েল

শেয়ার করুন

b2d98d0506684f879bf838e29ec9e25b_18বিশ্বসংবাদ ডেস্ক :

হোয়াইট হেলমেটস নামে পরিচিত সেচ্ছাসেবী সংগঠনের ৮’শ সদস্যকে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ইসরায়েল।

ইসরায়েলী গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি হয়ে জর্ডানে নিয়ে যাওয়া হয়েছে তাদের। ইসরায়লের প্রতিরক্ষা বাহিনী সূত্র জানায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলোর অনুরোধের প্রেক্ষিতে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় নিয়োজিত আছে হোয়াইট হেলমেটসের সদস্যরা। যদিও তারা শুধুমাত্র বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কাজ করে থাকেন তবে নিজেদের সম্পূর্ণ নিরপেক্ষ বলে দাবি করেন তারা। তবে বাশার-আল-আসাদের সমর্থকদের ও রাশিয়ার মতে বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে হোয়াইট হেলমেটস ও তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে জিহাদী সংগঠনগুলোর।