হিলারির ইমেইল তদন্ত : ‘এফবিআই পরিচালক আইন ভঙ্গ করেছেন’

হিলারির ইমেইল তদন্ত : ‘এফবিআই পরিচালক আইন ভঙ্গ করেছেন’

শেয়ার করুন

ক্লিনটন এফবিআই
বিশ্বসংবাদ ডেস্ক :

হিলারি ক্লিনটনের ইমেইল তদন্ত করার সিদ্ধান্তে এফবিআই পরিচালক জেমস কমে আইনভঙ্গ করে থাকতে পারেন বলে দাবি করেছেন ডেমোক্রেট দলের প্রভাবশালী নেতা হ্যারি রেইড। কংগ্রেসকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসন্ন নির্বাচন প্রভাবিত করারও অভিযোগ তুলেছেন জেমস কমের বিরুদ্ধে।

এক বিবৃতিতে হ্যারি রেইড বলেন, বিপাবলিকানদের বাড়তি সুবিধা দিতেই জেমস কমে দ্বৈতনীতি নিয়েছেন, যা অনৈতিক। এর মাধ্যমে তিনি আইন ভঙ্গ করে থাকতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ২ সপ্তাহ আগে হিলারির নতুন ইমেইল সম্পর্কে তদন্ত করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কমে। ইমেইলগুলো তদন্তের জন্য এরই মধ্যে সার্চ ওয়ারেন্ট জারি করেছে এফবিআই। আর এ নিয়ে নির্বাচনী মাঠে শুরু হয়েছে নতুন উত্তেজনা।

ক্লিনটন পরিবারে ঘনিষ্ট হিসেবে পরিচিত হুমা আবেদীনের স্বামী ও সাবেক কংগ্রেসম্যান অ্যান্থনি ওয়েনারের ইমেইল তদন্ত করতে গিয়ে হিলারির ইমেইল সম্পর্কে তথ্য পায় এফবিআই।