আ.লীগ সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

আ.লীগ সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি:

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী স. ম মরশেদ আলী। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোট গ্রহণ চলাকালে তিনি সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

ইউপি আওয়ামী লীগআওয়ামী লীগ সমর্থিত প্রার্থী স. ম মরশেদ আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ভোট কেন্দ্রে আমার সমর্থিত ভোটারদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তাদেরকে নানা ভাবে বাধা দেওয়া হচ্ছে। হুমকী দেওয়া হচ্ছে। ভোট কেন্দ্রে সুষ্টু পরিবেশ না থাকায় আমি ভোট বর্জনের ঘোষণা দিচ্ছি।

কেরালকাতা ইউনিয়নে বলিয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটবাক্য্র ছিনতাই, সংঘর্ষের অভিযোগে গত ২২ মার্চের ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

ওই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সে সময় বলিয়ানপুর কেন্দ্র বাদে বাকী ভোট কেন্দ্রে গুলোতে ৮৩ ভোটে পিছিয়ে থাকে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদ ৮৩ ভোটে এগিয়ে থাকে।