হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ডেনমার্কে নারীদের বিক্ষোভ

হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ডেনমার্কে নারীদের বিক্ষোভ

শেয়ার করুন

Women wearing niqab to veil their faces take part in a demonstration on August 1, 2018, the first day of the implementation of the Danish face veil ban, in Copenhagen, Denmark. - Denmark's controversial ban on the Islamic full-face veil in public spaces came into force as women protested the new measure which fines anyone wearing the garment. Human rights campaigners have slammed the ban as a violation of women's rights, while supporters argue it enables better integration of Muslim immigrants into Danish society. (Photo by Mads Claus Rasmussen / Ritzau Scanpix / AFP) / Denmark OUT (Photo credit should read MADS CLAUS RASMUSSEN/AFP/Getty Images)

বিশ্বসংবাদ ডেস্ক :

হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ডেনমার্কে বিক্ষোভ করেছে শত শত নারী। দেশটির রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে, হিজাব নিষিদ্ধের আইনটি বাতিলের দাবি জানানো হয়।

প্রকাশ্যে বোরকাসহ মুখ ঢেকে রাখা যায় এমন  ধরনের পোশাক নিষিদ্ধ করে গত মে মাসের শেষের দিকে আইন পাস করা হয়। গত বুধবার থেকে তা কার্যকর হয়। নতুন আইনে, হিজাব পড়ার জন্য জরিমানার বিধান রাখা হয়েছে।

Women wearing niqab to veil their faces take part in a demonstration on August 1, 2018, the first day of the implementation of the Danish face veil ban, in Copenhagen, Denmark. - Denmark's controversial ban on the Islamic full-face veil in public spaces came into force as women protested the new measure which fines anyone wearing the garment. Human rights campaigners have slammed the ban as a violation of women's rights, while supporters argue it enables better integration of Muslim immigrants into Danish society. (Photo by Mads Claus Rasmussen / Ritzau Scanpix / AFP) / Denmark OUT (Photo credit should read MADS CLAUS RASMUSSEN/AFP/Getty Images)

সরকারের দাবি, বিশেষ কোনো ধর্মের প্রতি বিদ্বেষপ্রসূত হয়ে এই আইন পাস করা হয়নি। তবে মানবাধিকার সংগঠনগুলো এই আইনকে নারীর অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিতর্কিত এই আইনের বিরোধিতা করছে ‘পার্টি রিবেলস নামে একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ। ওই গ্রুপের এক কর্মী সাশা অ্যান্ডারসন বৈষম্যমূলক আইন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দেন।