হামাসের সঙ্গে ঐক্যমতের সরকার গঠনে সম্মত ফাতাহ

হামাসের সঙ্গে ঐক্যমতের সরকার গঠনে সম্মত ফাতাহ

শেয়ার করুন

fdcd0d0feaba496991d9a4072ed55db8_18বিশ্বসংবাদ ডেস্ক :

প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হামাসের সঙ্গে সরকার গঠনে রাজি হয়েছে ফিলিস্তিনের ক্ষমতাসীন দল ফাতাহ। রাশিয়ার রাজধানী মস্কোয় দুই দলের শীর্ষ নেতাদের, তিন দিনের আলোচনার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।d571858150054fa38c5d4b9e31e2b6ca_18দুই দল নতুন একটি জাতীয় পরিষদ গঠনের পর, স্থানীয় ও  জাতীয় নির্বাচন করবে বলেও জানানো হয়। অতীতের যে কোনো উদ্যোগের চেয়ে এই পদক্ষেপের প্রশংসা করেন ফাতাহ’র জ্যেষ্ঠ নেতা আজ্জাম আল আহমেদ। এই সমঝোতা চুক্তিতে অন্তর্ভূক্ত করা হয়েছে আলোচনায় অনুপস্থিত থাকা ইসলামি জিহাদ গ্রুপ নামের আরেকটি দলকে।

২০০৬ সালের নির্বাচনে ফাতাহকে হারায় হামাস। এরপর ২০০৭ সালে ফাতাহ সরকারের নিরাপত্তা বাহিনীকে পরাজিত করে গাজা অঞ্চল দখল করে শাসন শুরু করে তারা।