হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির মৃত্যু

হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির মৃত্যু

শেয়ার করুন

_103283032_mediaitem103283029বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানে তালেবান জঙ্গি সংগঠনের সবচেয়ে শক্তিশালী ও সক্রিয় শাখা হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি মারা গেছেন।

সংগঠনের বিবৃতিতে জানানো হয়,  দীর্ঘ সময় ধরে রোগে ভুগছিলেন হাক্কানি। জঙ্গি এ নেতার মৃত্যুর খবর এর আগে বেশ কয়েকবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়। তবে সে সময় সংগঠনটির পক্ষ থেকে কোনো বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি। এবারই প্রথম তার মৃত্যুতে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করলো আফগান তালেবান। তবে কবে ও কোথায় তার মৃত্যু হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য দেওয়া হয়নি।

পাকিস্তানি উপজাতি এলাকাভিত্তিক আল-কায়েদা ও তালেবান সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্ক সাম্প্রতিক বছরগুলোতে আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে বহু হামলার ঘটনা ঘটিয়েছে।

এর আগে ২০১৫ সালে জালালউদ্দিন হাক্কানির মৃত্যুর খবর প্রকাশিত হয়। সে সময় বলা হয়, দীর্ঘদিন রোগে ভোগার পর অন্তত এক বছর আগেই জালালউদ্দিন মারা গেছেন। হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানে তালেবানের সবচেয়ে ভয়ঙ্কর শাখা হিসেবে বিবেচনা করা হয়।