বাসে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় সুপারভাইজার এরশাদ ৪ দিনের রিমান্ডে

বাসে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় সুপারভাইজার এরশাদ ৪ দিনের রিমান্ডে

শেয়ার করুন

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে বাসে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় বাসের সুপারভাইজার এরশাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামানের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার গ্রেপ্তারের পর বাসের হেলপার আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায় : বাস চালক আলম খন্দকার ও সুপারভাইজার এরশাদ নিজে প্রতিবন্ধী ওই নারীকে বাসের ভেতরে ধর্ষণ করে। সেই সময় হেলপার নাজমুল তাদের সহযোগিতা করে। প্রতিবন্ধি নারীর পরিচয় জানা গেছে| তিনি ঈদের পরদিন ২৩ আগস্ট বড় বোনের বাড়ি থেকে নিখোঁজ হন।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে টহলরত পুলিশদল বাসের ভেতর নারীর কান্না শুনতে পায়। এরপর তারা টিটি ট্রাভেল নামে বাসটির ভেতর থেকে প্রতিবন্ধী ওই নারীকে উদ্ধার করে। আটক করে বাসের হেলপার নাজমুলকে। পরদিন পুলিশ বাদী হয়ে বাসের চালক আলম খন্দকার ও আটক নাজমুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।