হংকং এর প্রথম নারী চিফ এক্সিকিউটিভ হলেন চীন পন্থি ক্যারি ল্যাম

হংকং এর প্রথম নারী চিফ এক্সিকিউটিভ হলেন চীন পন্থি ক্যারি ল্যাম

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

হংকং এর প্রথম নারী চিফ এক্সিকিউটিভ হিসেবে নির্বাচিত হয়েছেন ক্যারি ল্যাম। এবারের নির্বাচনে ল্যামের প্রতি সরাসরি সমর্থন দিয়েছে বেইজিং। তাই সমালোচনা উঠেছে, জনগণের ভোটের মাধ্যমে নয়, বরং বেইজিংপন্থিদের কারসাজিতেই হংকং-এর চিফ এক্সিকিউটিভ হলেন ক্যারি ল্যাম।

হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল। তবে স্বায়ত্ত্বশাসিত। ক্যারি ল্যামের প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক অর্থমন্ত্রী জন স্যাং। মূলত তিনিই জনগণের কাছে বেশি জনপ্রিয়। অন্যজন হলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি উ ওক হিং।

সরকার পরিচালনার ক্ষেত্রে চীনের প্রভাব থাকায় এই নির্বাচন প্রক্রিয়া ব্যাপকভাবে সমালোচিত হয়েছে গণতন্ত্রপন্থিদের কাছে। আর এ নিয়ে হংকংয়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।