স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো হাওয়াইতে পরমানু সতর্কতা সাইরেন

স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো হাওয়াইতে পরমানু সতর্কতা সাইরেন

শেয়ার করুন

_99026887_northkoreahawaii976.pngবিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হাওয়াই-এ পরীক্ষামূলকভাবে পরমানু সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। স্নায়ুযুদ্ধের অবসানের পর প্রথমবারের মতো বাজানো হলো এই সাইরেন।

উত্তর কোরিয়া প্রতি মাসেই পরমানু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ও হামলার হুমকি অব্যহত রাখায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে উত্তর কোরিয়া বেশ কটি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে।

সেই সঙ্গে গত সেপ্টেম্বর মাসে ষষ্ঠবারের মতো পরমাণু পরীক্ষা চালায়। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হাওয়াইতে সুনামীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সতর্কতায় প্রতি মাসেই এই সাইরেন বাজানো হয়।

তবে পারমাণবিক হামলার সতর্কতায় সেখানে সাইরেন বাজানো হয় একটু আলাদা ভঙ্গিতে। এ সময় সেখানকার অধিবাসী ও পর্যটকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘরের মধ্যে থাকতে অনুরোধ করা হয়।