এফবিআইকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা ফ্লিনের

এফবিআইকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা ফ্লিনের

শেয়ার করুন

446বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে মিথ্যা সাক্ষ্য দেয়ার কথা স্বীকার করেছেন ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছিল। ওই অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা বরার্ট মুলার অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যা, বানোয়াট ও প্রতারণামূলক বিবৃতি দিয়েছেন ফ্লিন।

তবে শুক্রবার আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় শান্ত থাকতে বলার জন্য দেশটির রাষ্ট্রদূত সার্জিও কিসলিয়েককে ডেকে নেন মাইকেল ফ্লিন। কিন্তু এ বিষয়ে এফবিআই এজেন্টকে তিনি মিথ্যা তথ্য দেন। সাক্ষী দেওয়ার সময় এমন কিছু তিনি মনে করতে পারছেন না বলে জানান।

এছাড়া রুশ রাষ্ট্রদূতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ করতে না দেয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ফ্লিন তা স্বীকার করেন নি।