সোমালিয়ায় আল-শাবাবের আত্মঘাতি গাড়িবোমা হামলায় নিহত ২৯

সোমালিয়ায় আল-শাবাবের আত্মঘাতি গাড়িবোমা হামলায় নিহত ২৯

শেয়ার করুন

_92920954_somaliamogadishu4641214
বিশ্বসংবাদ ডেস্ক :

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সমুদ্র বন্দরের প্রবেশপথে আজ এক আত্মঘাতি গাড়িবোমা হামলায় মারা গেছে কমপক্ষে ২৯ জন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ির সাহায্যে, সোমালিয়ার সবচেয়ে বড় এই সমুদ্র বন্দরে বোমা হামলাটি চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই গুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। তবে হামলাকারী, না নিরাপত্তারক্ষীরা গুলি চালিয়েছে, তা নিশ্চিত করতে পারেনি তারা। হামলার পরপরই বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ ঘটনার কিছু সময়ের মধ্যেই এক বিবৃতিতে, হামলার দায় স্বীকার করে নিয়েছে আল শাবাব জঙ্গিগোষ্ঠী। এই জঙ্গিগোষ্ঠী, সোমালিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের সরিয়ে দিতে চায়। এছাড়া দেশটির পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত ও ইসলামি শরিয়া আইন চালু করার কথা বলে আসছে। সোমালিয়ার সেনাবাহিনী ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে মাঝেমধ্যে হামলার জন্য লক্ষ্যবস্তু করে থাকে আল শাবাব।