সুপ্রিম কোর্টের লড়াইয়ে জয়ের আশা ট্রাম্পের

সুপ্রিম কোর্টের লড়াইয়ে জয়ের আশা ট্রাম্পের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সাত দেশের মুসলিম নাগরিকদের নিষেধাজ্ঞা পুনর্বহালে আইনি লড়াইয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে হোয়াইট হাউজ। নতুন নিয়োগ পাওয়া বিচারপতি নেইল গোরসাচের সঙ্গে আলোচনা করা হবে।

যুক্তরাষ্ট্র সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে হোয়াইট হাউজে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরো প্রতিশ্রুতি দেন, মার্কিনিদের নিরাপদ রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। আর তা আগামী সপ্তাহেই চূড়ান্ত হবে।

তবে কী পদক্ষেপ নেবেন তা স্পষ্ট করেননি ট্রাম্প। ৭ দেশের মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি আদালতে আটকে যাওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছেন তিনি। তবে বৈধ ও সাংবিধানিক ব্যাখ্যা না থাকায়, মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টিতে সুবিধা না পাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।