সুচিকে পদত্যাগ করা উচিত: জাতিসংঘ মানবাধিকার প্রধান

সুচিকে পদত্যাগ করা উচিত: জাতিসংঘ মানবাধিকার প্রধান

শেয়ার করুন

_103222680_mediaitem103222025বিশ্বসংবাদ ডেস্ক :

রাখাইন রাজ্যে রোহিঙ্গা সহিংসতার জন্য মিয়ানমার নেত্রী অং সান সুচিকে পদত্যা্গ করা উচিত। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান জেইদ রাদ আল হোসেন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে নোবেল বিজয়ী সুচির অজুহাত দেখানোর চেষ্টা খুবই দু:খজনক। রাখাইন রাজ্যে নির্মম হত্যাযজ্ঞের জন্য মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিচার হওয়া উচিত, জাতিসংঘের এমন প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এই মন্তব্য করলেন তিনি।

এদিকে, অং সান সু চি’র নোবেল পদক কেড়ে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। বুধবার কমিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়েন শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি।

২৭ আগস্ট ২০১৮ সোমবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের রক্ষায় মিয়ানমারের নেত্রী ও নোবেল বিজয়ী অং সান সু চি সরকার প্রধান হিসেবে নিজের ক্ষমতা কাজে লাগাননি। এই প্রতিবেদন প্রকাশের পর সু চি’র নোবেল শান্তি পুরস্কার বাতিলের দাবি আবারও উত্থাপন করা হয়।