সীমান্ত উত্তেজনা কমাতে পাক-ভারতকে যুক্তরাষ্ট্রের আহ্বান

সীমান্ত উত্তেজনা কমাতে পাক-ভারতকে যুক্তরাষ্ট্রের আহ্বান

শেয়ার করুন

josh-earnest-john-king_c8d3b81a-8681-11e6-aa25-6de36c266871বিশ্ব সংবাদ ডেস্ক:

চলমান সীমান্ত উত্তেজনা আর যেন না বাড়ে, সে ব্যাপারে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নিতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে, এই আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, পুরো পরিস্থিতির ইতিবাচক দিক হলো, ভারত-পাকিস্তান একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

অস্থিরতা ঠেকাতে আলোচনা অব্যাহত রাখতে দুই পক্ষকে উদ্বুদ্ধ করছে ওয়াশিংটন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, বুধবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে।

অন্যদিকে পাকিস্তান বলছে, এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। ডনের এক খবরে বলা হয়, পাকিস্তানি বাহিনীর হাতে ৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পাশাপাশি, বৃহস্পতিবার এক ভারতীয় সেনাকে আটক করা হয়েছে। অবশ্য ভারতীয় কর্তপক্ষ দাবি করেছে, তাদের কোনও সেনা হতাহত হয়নি।