ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে বললেন ম্যাশ

ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে বললেন ম্যাশ

শেয়ার করুন

252723স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় ওয়ানডে পরাজয়ের, দুঃস্মৃতি নয় বরং চাপমুক্ত থেকেই শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সমতায় থাকা সিরিজ জিততে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেওয়ার পরামর্শ দিলেন মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে আফগানিস্তানের স্বপ্নও সিরিজ জয়ের। মিরপুরে শেষ ওয়ানডে শুরু হবে কাল বেলা আড়াইটাই।

২০১৫-তে দেশের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জিততে যতটা-না ভাবতে হয়েছে বাংলাদেশে, আফগানিস্তান তার বেশি ভাবাচ্ছে। সমতায় থাকা সিরিজটি এখন হতে পারে যে কোন দলেরই।

সবকিছু চিন্তা করলে, ফেভারিটের তকমা এখনও বাংলাদেশেরই। মাশরাফির দলেরও সেটা জানা। তবে যাদি, অনুমানের বিপরীতে কিছু ঘটে, সেটা অবাক করবে না স্বাগতিক অধিনায়ককে।

প্রায় ১ বছর পর বাংলাদেশের ওয়ানডে খেলার প্রভাব সিরিজের শুরু থেকেই দেখা গেছে। বিশেষ করে ব্যাটিংয়ে। সিরিজ জিততে তাই, মাশরাফির পরামর্শ ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের।

ভালো ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসা আফগানরা সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করবে, এমনটা নিশ্চয় কেউই ভাবেনি। তবে, সমালোচকদের অনুমানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিরিজে দুর্দন্ত খেলছে আইসিসির সহযোগী এই দেশটি।

দেশের মাটিতে গত কয়েক বছর বাংলাদেশ কি করেছে তা অজানা নয় আফগান ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহীদির। তাইতো স্বাগতিক দলকে সমীহ করেই সিরিজ নিজেদের করতে চাই আফগানরা।

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত খেলা, ৪ ম্যাচের সবকটিতেই অলআউট হয়ে বাংলাদেশ। ব্যাটিং নিয়ে তাই নানা প্রশ্ন। মাঠ, দর্শক আর ক্রিকেট ইতিহাসে এগিয়ে থেকেও যেন চাপে থাকছে বাংলাদেশ।