সিরিয়ানদের বাঁচাতে বিদ্রোহীদের সরে যাওয়ার অনুরোধ

সিরিয়ানদের বাঁচাতে বিদ্রোহীদের সরে যাওয়ার অনুরোধ

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

আলেপ্পোর মানুষদের বাঁচাতে বিদ্রোহীদের সরে যাওয়ার অনুরোধ করেছেন জাতিসংঘের বিশেষ দূত মিসতুরা। সিরিয়ার শিল্পনগরী আলেপ্পো এখন ধ্বংসস্তুপের নগরী। ২ লাখ ৭৫ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

un-3-1474855117আর তাদের বাঁচাতে, ওই এলাকায় যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী, জাবহাত ফাতেহ আল শাম যোদ্ধাদের সরে যেতে অনুরোধ করেছেন জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিসতুরা। এই সংগঠনটি আগে নুসরা ফ্রন্ট নামে কার্যক্রম চালিয়েছে।

মিসতুরা বলেন, বিদ্রোহীরা না সরলে লড়াই চলতে থাকবে। আর প্রতি মুহূর্তে প্রাণ হারাবে আরও সিরিয়ানরা। বিদ্রোহী নেতাদের উদ্দেশ্য করে জাতিসংঘের বিশেষ দূত আবেগঘন অনুরোধে জানান, সাধারণ মানুষের চোখের দিকে তাকান। তারা কি চায় দেখুন।

মর্যাদার সঙ্গে আপনারা সরে গেলে, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে থাকব। আলেপ্পোয় বিদ্রোহীদের দমনে রুশবাহিনীর সঙ্গে বিমান হামলা অব্যাহত রেখেছে সিরিয় সরকারী বাহিনী।