সিএনএনের সর্বশেষ জরিপ, পাল্লা ভারী ট্রাম্পের

সিএনএনের সর্বশেষ জরিপ, পাল্লা ভারী ট্রাম্পের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে গাধা-হাতির পক্ষে ভোটযুদ্ধ শুরু হচ্ছে আর কিছুক্ষণ পর। প্রথম নারী প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটের হিলারি, নাকি নারী ইস্যুতে বার বার সমালোচিত হওয়া রিপাবলিকান ট্রাম্প। কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট?

প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রার্থীদের জিততে হবে ২৭০টি ইলেকটোরাল কলেজ। সিএনএনের সর্বশেষ বিশ্লেষণে, ১৭টি অঙ্গরাজ্যের মোট ২শটি ইলেকটোরাল কলেজ ডেমোক্রেটদের, আর ২০টি অঙ্গরাজ্যের মোট ১শ ৫৭টি রিপাবলিকানদের। এখন পর্যন্ত ৫ অঙ্গ রাজ্যের ৪৭টি ইলেকটোরাল অনেকটাই ঝুঁকে রয়েছে ট্রাম্পের পক্ষে।

আর প্রতিদ্বন্দ্বী হিলারির পক্ষে ঝুকে রয়েছে কলোরাডো, মিসিগান, পেনসেলভনিয়া, ভার্জিনিয়া উইসকনসিনের ৬৮টি ইলকেটোরাল কলেজ। তবে, ভাগ্য নির্ধারণ করবে আরিজোনা, ফ্লোরিডা, নেভাদা, নেব্রাসকা আর নর্থ ক্যারোলিনার ৬৬ ইলেকটোরাল কলেজ।

২ মেয়াদে ক্ষমতার বাইরে থাকা রিপাবলিকান শিবির সবগুলো জিতলেই কেবল প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। যদিও সিএনএনের সর্বশেষ বিশ্লেষণ বলছে, এসব অনিশ্চিত ইলেকটোরালের ক্ষেত্রে সামান্য হলেও পাল্লা ভারী ট্রাম্পের।

তবে প্রথম নারী প্রেসিডেন্ট হতে হিলারির প্রয়োজন অনিশ্চিত ইলেকটোরালের মাত্র কয়েকটি।