সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা রোহিঙ্গা স্যালভেশন আর্মির

সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা রোহিঙ্গা স্যালভেশন আর্মির

শেয়ার করুন

_97736345_4df719a0-f0d6-47cc-b63d-481aaa8fbc87বিশ্বসংবাদ ডেস্ক :

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-এআরএসএ সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে।  এআরএসএ’র হামলার পরই মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সেনাবাহিনীর দমন অভিযান শূরু হয়।

রয়টার্স জানায়, মিয়ানমারের মানবিক সংকটে ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলোকে কাজ করতে সুযোগ দেওয়ার জন্য তারা আজ থেকে এক মাসের অস্ত্রবিরতির ঘোষণা দেয়।

গত ২৪ অগাস্ট রাতে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলা করে এই বিদ্রোহী গোষ্ঠী। এরপর রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে সেনাবাহিনী বর্বর অভিযান শুরু করে। আর তার ফলেই  বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে।

পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে, জ্বালিয়ে দিচ্ছে রোহিঙ্গাদের ঘর-বাড়ি।

অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে এআরএসএ এক বিবৃতিতে এই মানবিক সংকটের শিকার সবাইকে সহায়তা দিতে ত্রাণ সহায়তাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের এই অস্ত্রবিরতির ঘোষণা চলমান পরিস্থিতির উপর কোনো প্রভাব ফেলবে কি না তা এখনও স্পষ্ট নয় বলে বলছে রয়টার্স ।