সামরিক আদালত পুনর্বহাল করতে যাচ্ছে পাকিস্তান

সামরিক আদালত পুনর্বহাল করতে যাচ্ছে পাকিস্তান

শেয়ার করুন

_95261812_gettyimages-624330422বিশ্বসংবাদ ডেস্ক :

মানবাধিকার কর্মীদের আপত্তি উপেক্ষা করেই গোপন সামরিক আদালত পুনর্বহাল করতে যাচ্ছে পাকিস্তান। এ সংক্রান্ত বিল পাশ হয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষে।

২০১৫ সালে পেশোয়ারের সামরিক স্কুলে তালেবান হামলায় ১৩৪ শিশু নিহত হওয়ার পর ওই আদালত গঠিত হয়। ২ বছর মেয়াদী আদালতের বৈধতা শেষ হয় গত ৭ জানুয়ারি। এটি পুনর্বহালের অনুমোদন চাইতে আজ সিনেটে উঠবে এ সংক্রান্ত বিল।

জানুয়ারিতেই এ আদালত পুনর্বহাল করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তা আটকে যায়। নতুন বিলে কিছু সংশোধনীও আনা হয়েছে। এ আদালতে লঘুপাপে গুরুদণ্ড দেওয়ার অভিযোগ রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর।