উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ: যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ: যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া

শেয়ার করুন

_95261817_e36daef8-7665-45eb-be19-6000dd122bd5 বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া।

ওয়ানসন শহরের পূর্ব উপকূল থেকে সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও ৫টি সফল পরীক্ষা চালানোর কথা দাবি করে উত্তর কোরিয়া। তবে এই পরীক্ষা সম্পুর্ন ব্যর্থ হয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।_95261815_1a507240-b7c6-4c78-86bf-9a3f7bb64ab4যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অন্তত একটি ক্ষেপণাস্ত্রের ব্যর্থ হওয়ার কথা নিশ্চিত করেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও দুরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে কিম জং উনের দেশ।

বিশেষজ্ঞরা বলছেন, এসব পরীক্ষা উত্তর কোরিয়াকে একটি ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ দেশে পরিণত করতে যাচ্ছে। আর ওয়াশিংটনভিত্তিক সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রতিষ্ঠান জানায় : উত্তর কোরিয়ার দশটিরও বেশি ওয়ারহেড রয়েছে। যা যুক্তরাষ্ট্রের ভূখন্ডে আঘাত হানতে সক্ষম।