সাদ হারিরিকে ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণ

সাদ হারিরিকে ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণ

শেয়ার করুন

_98772665_hi042999495বিশ্বসংবাদ ডেস্ক :

লেবাননের পদত্যাগের ঘোষণা দেয়া প্রধানমন্ত্রী সাদ হারিরিকে ফ্রান্সে পরিবারসহ আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

৪ নভেম্বর সৌদি আরব থেকে এক ভাষণে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। ভাষণে তিনি পদত্যাগের জন্য প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন। তাকে হত্যার ষড়যন্ত্রের জন্য ইরান ও লেবাননে ইরান সমর্থিত হেজবুল্লাহকে দায়ী করেন।

পদত্যাগের পর থেকে সৌদি আরবে রয়েছেন তিনি। লেবানন কর্তৃপক্ষ জানায়, হারিরি দেশে ফিরে কারণ ব্যাখ্যা না করা পর্যন্ত তার পদত্যাগ গ্রহণ করা হবে না।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ বলেন, হারিরি রাজনৈতিক নির্বাসনে রয়েছেন, তিনি তার মত প্রকাশ করতে পারছেননা। আগামী দিনগুলোতে যাতে হারিরি তার রাজনৈতিক প্রক্রিয়া সচল রাখতে পারেন সেজন্যই তাকে স্বপরিবারে ফ্রান্সে আমন্ত্রণ জানানো হয়েছে।