৫২ বছর পর খুলনা-কলকাতা রুটে বাণিজ্যিকভাবে রেলগাড়ী চলাচল শুরু

৫২ বছর পর খুলনা-কলকাতা রুটে বাণিজ্যিকভাবে রেলগাড়ী চলাচল শুরু

শেয়ার করুন

train-on-khulna-kolkata-route-has-startedখুলনা প্রতিনিধি :

৫২ বছর পর, খুলনা-কলকাতা রুটে বাণিজ্যিকভাবে রেলগাড়ী চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে, কলকাতা থেকে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি খুলনা রেল স্টেশনে পৌঁছায়। খুলনা থেকে যাত্রী নিয়ে সন্ধ্যার আগে এটি আবার কলকাতায় পৌঁছায়।

সপ্তাহে একদিন বৃহস্পতিবার ট্রেনটি চলবে। ৭টি বগির এই ট্রেনটিতে যাত্রী ধারণ ক্ষমতা ৪৫৬ জন। ১৭৫ কিলোমিটার পাড়ি দিতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা। ট্রেনটির এসি কেবিনের ভাড়া ২ হাজার টাকা ও এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৫০০ টাকা। দুইদেশের ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগের কর্মকান্ড পরিচালিত হবে বেনাপোল ও কলকাতায়।
খুলনা রেলওয়ে স্টেশনের একটি আলাদা কাউন্টারে খুলনা-কলকাতা রুটের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পাসপোর্ট দেখিয়ে সেখান থেকে যাত্রীরা টিকিট কিনবেন। এক সপ্তাহ আগে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্ধন এক্সপ্রেসের পরীক্ষামূলক যাত্রার সূচনা করেন।