সর্বকালের রেকর্ড ভাঙতে পারে ইউরোপের তাপমাত্রা

সর্বকালের রেকর্ড ভাঙতে পারে ইউরোপের তাপমাত্রা

শেয়ার করুন

_102800490_hi048446205বিশ্বসংবাদ ডেস্ক :

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের তাপমাত্রা। ইউরোপের আবহাওয়া সতর্কতা গ্রুপ মেটে অ্যালার্ম বলছে,  সর্বকালের রেকর্ড ভাঙতে পারে এবারের তাপমাত্রা।

ইউরোপে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৭৭ সালে গ্রীসের রাজধানী এথেন্সে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে যে তাপ প্রবাহ চলছে এতে শুক্র ও শনিবার তা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

বিবিসি জানায়, আফ্রিকা থেকে বয়ে আসা গরম বাতাসের কারণে স্পেন ও পর্তুগালে তাপমাত্রা বেড়ে চলেছে। পর্তুগালের দক্ষিণাঞ্চল ও স্পেনের বাদাজোজ প্রদেশের তাপপ্রবাহকে জীবনের প্রতি হুমকি বলে সতর্কবার্তা দিয়েছে গ্রুপটি।

ইতিমধ্যে তীব্র গরমের কারণে গ্রীসে দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত ৯০ জন। আর সুইডেনেও বেশ কয়েকটি দাবানল হানা দিয়েছে।