ফেসবুকে ঢাবি শিক্ষককে টাক বলায় ৭ শিক্ষার্থী বহিস্কার

ফেসবুকে ঢাবি শিক্ষককে টাক বলায় ৭ শিক্ষার্থী বহিস্কার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আর শুধু যোগসূত্রই নয় দূরেও ঠেলে দিচ্ছে সম্পর্ক। যেমনটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে। ফেসবুকে এক শিক্ষককে অশোভন মন্তব্য করায় বহিষ্কার করা হয়েছে সাত শিক্ষার্থীকে। এ নিয়ে টানাপোড়নে ছাত্র-শিক্ষক সম্পর্ক।

ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যম মানুষে মানুষে যোগাযোগ বাড়ায়, কাছে টানে। তবে সম্প্রতি এর উল্টোটাই ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এই শিক্ষকের মনোকষ্টের কারণ হয়েছে তারই ছাত্ররা। পরীক্ষা হলে  মন:ক্ষুন্ন হয়ে অশোভন নিজ শিক্ষককে টাকলু বলে সম্বোধন করেছে ফেসবুকে। শুধু তাই নয় অশোভন হুমকি ছিল বলেও অভিযোগ এই শিক্ষকের।

শিক্ষকের লিখিত অভিযোগ আমলে নিয়ে শিক্ষার্থীদের বড় শাস্তিও দিয়ে দিয়েছে প্রশাসন। তদন্ত কমিটির দাবি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এটা করা হয়েছে বলে জানালেন প্রক্টরিয়াল তদন্ত কমিটির সদস্য ড. লিটন কুমার সাহা।

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ভালো না থাকলে অধ:পতন আসবে বিশ্বদ্যিালয়ের এমনটাই মনে করেন বিয়াল্লিশ বছর মনোবিজ্ঞান বিভাগেই শিক্ষকতা করা শিক্ষক ড. আজিজুর রহমান।