সরকারী বেতন দাতব্য কাজে দান করবেন ট্রাম্প

সরকারী বেতন দাতব্য কাজে দান করবেন ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

সরকারি বেতন দাতব্য কাজে ব্যবহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার একথা নিশ্চিত করেছেন তার মুখপাত্র শন স্পাইসার।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্ট হলে, সরকারি চার লাখ ডলার বেতন নেবেন না তিনি। তবে প্রেসিডেন্টের বেতন কোথায় দান করা হবে সেটি এখনো ঠিক হয়নি। এ বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দেয়ার আহবান জানানো হয়েছে।

এর আগে হার্বাট হুভার এবং জন এফ কেনেডিও তাদের সরকারি বেতন দান করেছিলেন।

এদিকে, সন্দেহভাজন জঙ্গি দমনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ড্রোন হামলা চালানোর অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল এতথা জানায়। তবে এই বিষয়ে এখনও  হোয়াইট হাউস,  প্রতিরক্ষা বিভাগ কিংবা সিআইএ’র পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

জর্জ ডব্লিউ বুশের সময় প্রিডেটর ও রিপার ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র। তবে ওবামা সিআইএকে ড্রোন ব্যবহারের অনুমতি দেননি। অনেক দেশে মার্কিন ড্রোন হামলায় এ পর্যন্ত ১১৬ বেসামরিক নিহত হয়েছে।