সরকারী কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহারে অভিযুক্তর পেন্স

সরকারী কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহারে অভিযুক্তর পেন্স

শেয়ার করুন

পেন্সবিশ্বসংবাদ ডেস্ক :

এবার ই-মেইল কেলেঙ্কারিতে অভিযুক্ত হলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর থাকার সময় রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেন পেন্স। তার এই কাণ্ডকে রাষ্ট্রের সঙ্গে ‘ভণ্ডামি’ বলছে সমালোচকরা।

গত গ্রীষ্মে মাইক পেন্সের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়। সে সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যায়। যার মধ্যে ছিল, তিনি ও তার স্ত্রী একবার ফিলিপাইনে গিয়ে সমস্যায় পড়েছিলেন। সে সময় জরুরিভিত্তিতে তাদের অর্থের প্রয়োজন হয়েছিল। এছাড়াও কখনো কখনো হোমল্যান্ড সিকিউরিটি ও স্পর্শকাতর বিষয়ে আলোচনা করতে ব্যক্তিগত ই-মেইল একাউন্ট ব্যবহার করতেন পেন্স।

হ্যাকিংয়ের পর ৩০ পাতার ই-মেইল তথ্য প্রকাশ করেন পেন্স, স্থগিত রাখেন বাকিগুলো। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ই-মেইল ব্যবহারের বিষয়ে মার্কিন আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল তিনি। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, ব্যক্তিগত ই-মেইল ব্যবহারে বাধা নেই। তবে তা সরকারি ডকুমেন্ট হিসেবে সংরক্ষণের নিয়ম রয়েছে।