সপ্তাহের ব্যবধানে ব্রাজিলে কারাদাঙ্গায় নিহত ২৭

সপ্তাহের ব্যবধানে ব্রাজিলে কারাদাঙ্গায় নিহত ২৭

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

ব্রাজিলের নাটাল প্রদেশের একটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।

শনিবার বিকাল থেকে অ্যালাকুস কারাগারে প্রতিদ্বন্দ্বি দু’টি গ্রুপের মধ্যে এই দাঙ্গার সূত্রপাত হয়। প্রথমে দশজনের মৃত্যুর খবর জানানো হলেও তা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, কয়েকজনের শিরোচ্ছেদও করা হয়। তবে এই দাঙ্গায় কোনও কারারক্ষী বা পুলিশ সদস্য আহত হননি।

কারাগারে বন্দি সন্ত্রাসীদের দুটি দল দাঙ্গায় জড়িয়ে পড়ে। সংঘর্ষ শুরুর আগে বন্দিরা কারাগারের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। আহত কয়েকজন বন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অ্যালাকুস কারাগার ৬২০ জন অপরাধীকে রাখার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেখানে ১ হাজারেরও বেশি বন্দি ছিলো, যা ব্রাজিলের কারাগারগুলোর একটি প্রধান সমস্যা। সপ্তাহ খানেক আগেই, অন্য একটি কারাগাদের দাঙ্গায় অন্তত একশ বন্দি প্রাণ হারায়।