আট ব্যক্তির সম্পদ পৃথিবীর অর্ধেক সম্পদের সমান

আট ব্যক্তির সম্পদ পৃথিবীর অর্ধেক সম্পদের সমান

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

বিশ্বে আটজনের হাতে যে পরিমাণ সম্পদ রয়েছে, তা বিশ্বের ৩৬০ কোটি মানুষের মোট সম্পদের সমান।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, ধনী-দরিদ্রের ব্যবধান না কমালে এই বৈষম্যের বিরুদ্ধে জনরোষ বাড়তেই থাকবে। ট্রাম্পের বিজয় ও ব্রেক্সিটকে উদাহরণ হিসেবে দেখিয়েছে অক্সফাম।

প্রতিষ্ঠানটির সিইও উইনি বাইয়ানিমা বলেন, এখনো পৃথিবীর প্রতি ১০ জনের একজন মাত্র ২ ডলারে দিনযাপন করেন। এবার মার্কিন সাময়িকী ফোর্বসের ২০১৬ সালের ধনীর তালিকা ব্যবহার করে গবেষণা করেছে অক্সফাম। শীর্ষ ধনী বিল গেটসের সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার।

পর্যায়ক্রমে রয়েছেন, স্প্যানিশ ব্যবসায়ী অ্যামানসিও ওর্তেগা, ওয়ারেন বাফেট, মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিম, আমাজনের প্রধান জেফ বেজস, মার্ক জাকারবার্গ, ওরাকলের সিইও ল্যারি অ্যালিসন ও নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ।